Print

চোরাবালি মনে ডাকাত পুলিশ

আমাদের সকলের একজোড়া হৃদয় অলিন্দে

একটি পুলিশ এবং একটি করে ডাকাতের বসবাস।

সাদা পোশাকে অথবা কালো কোটে, বোরকায়

আপনি এখন কাকে চান প্রিয় অভিভাবক, সিদ্ধান্ত নিন।

 

আপনি আইনি হলে, ক্ষমতার খুঁটিনল এবং

বৈধতার শিকড় সোমত্ত সুগভীর হলে

পুলিশ-সুস্থতা নিয়ে আমরা এগুবো।

আপনি দেবেন নিয়মের ধ্যানমানা জাতিসজ্জায় কম্যান্ড।

 

আপনার আসন-উত্থান অলৌকিক জাদুবিদ্যা হলে

আপনার মনের ডাকাত আমাদের ডাকুবন্ধু হবে।

ভোট যদি ভায়োলেন্স হয়, অধ্যয়নের তারুণ্য যদি

     তুলে দেয় ব্যালটের আমিথ্যা সাফল্য,

তাহলে আবার তারা মানুষ গড়ার আঙিনায়

নকল সাফল্য নিয়ে মেলে দেবে রাশভারী রক্তচক্ষু।

 

ক্ষমতা খেয়ালী হলে পুলিশে-ডাকাতে সেকি হাত ধরাধরি।

 

ক্ষমতা এমন শিল্প, মানুষ মাতানো গানে

সত্যাগ্রহ সুরের গতিতে যেতে পারে অসীম সুদূর।

গানটি নকল হলে সুরের পতন ধরে

     জেগে ওঠে নাটুকে ডাকাত,

পুলিশের পালা ভাঙা মঞ্চের দখল নিয়ে

ক্ষমতার  পাশে সাজে মিউজিশিয়ান। আহারে আরশ

 

আমার পুলিশ মন, আমার ডাকাত মন

তাহার ভিতরে আমি হাতি-ঘোড়া জনগণ।