Print

বিদায় কোলাকুলিময় ২০০০

মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর করমর্দন দিনে

 

মিলেনিয়ামের টোপর মাথায় দিয়ে এসেছিলে ২০০০,

একযোগে তিনটি ঈদের সাথে কোলাকুলি করে

চারশ’ বছর পর আবার আসার আগে

জমালে উৎসবের দুর্লভ স্মৃতি, ভালবাসাময়।

মিলেনিয়াম সামিটে বুকে নিয়েছিলে একযোগে

     একশ’ পঞ্চাশ জন বিশ্বনেতা,

     মানবজমিনে যারা সৃষ্টিকর্তার অপার ছায়া...।

সম্মিলন আর সহানুভূতির  সেতুবন্ধ গড়ে দিলে

     উন্নত এবং উদীয়মান তৃতীয় বিশ্বের

     আকাশ ও মাটির সাথে,

যেনবা রকেট ও রিকশার সাথে ...

যেমন ঢাকার বুকে আমেরিকা ও বাংলার সাথে।

 

এমন রাখিবন্ধন রেখে, তিনটি ঈদের কোলাকুলি ছুঁয়ে

নতুন বাটন টিপে নববর্ষের আলোকসজ্জা

চোখে নেওয়ার আগে তোমাকে বিদায় ২০০০

তুমি আমাদের দারিদ্র্য-ঘোচা প্রযুক্তি-প্রবল মিলেনিয়ামের

     তথ্যমালা, সূচনা-টোপর

     ৩৬৫ ডট প্রিন্টের স্মৃতিময় ওয়েব সাইট।

 

আহত পম্পাই নগরীর উপমায় অলৌকিক বেঁচে থাকা

আমাদের দারিদ্র্য-ভূখন্ডে তুমি এক এমন জাদুবর্ষ

ফাইবার অপটিক্স থেকে সুপার হাইওয়ের পথ ধরে

ঠেলে দিলে ক্যালেন্ডারের অদেখা পৃষ্ঠা বরাবর,

আমরা এবার পাতা উল্টিয়ে যাই হয়তোবা সম্ভাবনার

২০০১,০২,০৩,০৪,০৫... পঞ্চাশ একশ...

কোলাকুলির পোশাকে স্বদেশকে পার করে নিতে চাই

     নববর্ষ থেকে মিলেনিয়াম পাহাড়ে,

     দীর্ঘজীবী থেকে চিরজীবীর সমুদ্র-বয়েসে।