গ্রামীণ ইথারে
অন্ধ মোবাইল বন্ধ করো না কথা,
মুখটিকে রাখো সচল উদার খোলা
গরিবের কল ইন করে নাও যথা
ভেবো না তাহাকে পথভোলা, আরশোলা।
গ্রামীণ ইথারে ডাকছে ছিন্নমূল
কান পেতে শোনা যুবতীর কথা দু’টি
শুনেন সাহেব চাই না সোনার দুল
পিয়ন স্বামীরে দিতে হবে ম্যালা ছুটি।
দেখা হয় নাই এক কুড়ি মাস হবে
ফোনের আলাপে মনের জ্বালা কি মিটে ?
পাই না তাহারে পার্বণ-উৎসবে
ব্যথা বাঁধিলাম শরীরের গিটে গিটে।
চাই না তাহারে ফোনে ফোনে আলাপনে
ভদ্দর-ভাষা কতো আর টানে বুক,
মাটি-মাখা-ভাষা বলিবো তাহার সনে
ছুটি পাইবে কিÑ আমার সে উজবুক?
দেখা যাবেÑ বলে কল অফ হলো ফোনে
ছাদ ভেঙে পড়ে যুবতীর সতী-কাঁধে,
ফোন-সংযোগে নগরী কেবল শোনে
পিয়ন-পৃথিবী সাহেবের স্যুপ রাঁধে।