Print

বন্ধুরা সব মন্ত্রী হলো

কবি আল মুজাহিদী শ্রদ্ধাভাজনেষু

 

বন্ধুরা সব মন্ত্রী হলো, এমপি-সচিব-এমডি হলো

মাথার সমান রিভল মুভিং চেয়ার এবং সোফা পেলো।

স্বর্গপাড়ায় বর্গমেপে অট্টালিকার উঠান পেলো,

গাড়ির সাথে পদ-পতাকা

নারীর সাথে আর্দালি আর বাবুর্চিদের মেলা হলো,

 

খেলাও হলো টাকার খেলা

সূত্র গোপন, পুত্রগণের আসল নামে নকল নামে

সঞ্চয়ী সব হিসাব হলো, দূর প্রবাসে ভর্তি হলো,

ব্যাংক হয়েছে বীমাও হলো

এত্তো কিছুর খবরসহ বন্ধুরা কেউ দাওয়াত দিলো।

 

দাওয়াত মানে প্রদর্শনী, জনসেবার

ভাব গরিমার, তাল ক্ষমতার, ফাইল ছুঁড়বার,

অনেক লোকের মধ্যখানে একলা হঠাৎ সম্ভাষিত

পেছন ফ্রেমে আবার দেখা

আমার চোখে অতীত খোঁজা

জেলের শেকল স্মৃতির দ্রোহ মণি-মাণিক ছিন্ন করে

আমি শুধুই খসড়া খাতায় কলম ঠুঁকে শান্তি খুঁজি

এঁদো গলির বারান্দাতে আকাশ দেখি, তারাও গুণী

 

আকাশ সমান ভবন ওঠে

মানুষ ওঠে, কতোক মানুষ উচ্চ হলো লতায়-পাতায়,

 

বন্ধুরা সব মন্ত্রী হলো, এমপি-সচিব-এমডি হলো

আমি না হয় তাদের পাশে নগণ্য এক কবি হলাম,

আমার না হয় রাজ-তিলকের নেইতো কটক, নেইতো চেয়ার

নেই কোনো ভয় সব হারাবার

           বিষাদমাখা অবসরের,

আমার আছে একটি বাহন নিঃশ্বাসে আর বিশ্বাসে যা

চিরজীবন সচল-সজীব পদ-পতাকার কাব্য-গাড়ি,

জীবন নামের ফুয়েল দিয়ে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।