Print

সাংবাদিকের সংবাদ

পেছনে বসত, সামনে অফিস, মধ্যে ক্লাবের ঘর

সংসার কাঁদে উন্মুখ থেকে গৃহিণীর পরাজয়,

সংবাদ শুধু চর্চা এখন, তাবৎ পৃথিবী পর

কিন্তু অজানা সাংবাদিকের সংবাদ ভালো নয়।

 

কোথাও মরছে ঝরছে রক্ত অস্ত্রের কেনাকাটা

উঠছে বাজার জমছে মাজার গণমানুষের ক্ষয়,

সৌখিন লোক হঠাৎ সড়কেÑমিনি ম্যারাথন হাঁটা

জানল না শুধু সাংবাদিকের সংবাদ ভালো নয়।

 

মানুষ আসছে মানুষ যাচ্ছে; আমদানি-রফতানি

যুগ যুগ ধরে সভ্য সমাজে মানুষের নয়-ছয়,

কেউ চিরসুখী, কেউ টেনে যায় বলদের শ্রমে ঘানি

কলু জীবনের সাংবাদিকের সংবাদ ভালো নয়।

 

নেশায় পেশায় একাকার এক এলোমেলো দিনলিপি

সত্যের ছবি এঁকে যদি এই পৃথিবী সুখের হয়,

কলমের মুখে যদিও হঠাৎ বিধি-নিষেধের ছিপি

তবু পথ চলা সাংবাদিকের সংবাদ ভালো নয়।

 

দৈনিকের দরজায় তালা দেখে

 

আতাউস সামাদ, কামাল লোহানী, আখতার-উল-আলম, তোয়াব খান, শফিক রেহমান,

কায়সুল হক, রাহাত খান, গোলাম সারোয়ার, রিয়াজউদ্দিন আহমদ, ইকবাল সোহবান

চৌধুরী, শাহাদাত চৌধুরী, মতিউর রহমান, মাহফুজ আনাম, বজলুর রহমান, মতিউর

রহমান চৌধুরী, কাজী শাহেদ, জাকারিয়া খান, এ এম বাহাউদ্দীন, সাঈদ-উর-রব,

শওকত মাহমুদ, নাঈমুল ইসলাম খান ... সুহৃদবরেষু

 

হঠাৎ হত্যাও হয় চলমান চতুর্থ সভ্যতা।

নাগরিক পায়না হদিস তার নিয়ত সকালে,

প্রেস-প্রুফ-কালি-কলম-কম্পিউটার সব ভোঁতা

খেয়েছে ঘুমের হাতি, ভাঙল কপাল কি অকালে?

 

স্বেচ্ছা ঘুম? কালো অক্ষরের কোলাহল নেই কোনো

নিউজ প্রিন্টের মাঠে নেই আজ শব্দ খেলোয়াড়,

দর্শক বেবাক বসে, অপেক্ষায় কখনো-সখনো

ফিসফাস করে, ভাবে এ কেমন খেয়ালি খোঁয়াড়।

 

সময় কাটায়, নাকি চক্ষু মুদে রাখে মিছে

হকার সাধে না হাঁক, শোভন সকাল ব্যর্থ হয়,

কেউ কেউ খোঁজে  কী বটিকা এই ঘুমের পিছে

স্বাগত সংলাপে  সাংবাদিকের সংবাদ ভাল নয়।

 

পাঠকের আরো আছে অনুযোগ  ছোট ছুটির বিষয়

ঈদে, স্বাধীনতা-শহীদ দিবসে কেনো ছোট ছোট ঘুম,

ঘটনা মুখর প্রতিদিন অথচ বিমুখ বিশ্রাম কী সয়?

আমাদের কোন ছুটি নেই ডাক দেবে শ্লোগান মৌসুম!

 

ছোট ছোট বন্ধ-বিরাম হোক সুদূরে বিদায়,

গণমাধ্যমের চোখ হোক সূর্যের নিয়মে দিনখোলা

তবেই তো মনিব-শ্রমিক ডুববে না ছুটির দ্বিধায়,

আলোর আয়না নিয়ে আঁধারেরা এত কেনো আত্মভোলা?