বেকার লিরিক
০১. সাঁকো
সেতু সব খেয়ে ফেলে ফেরীদের সুখ,
নৌকার মাঝি পায় অলস-অসুখ।
সাঁকো সব খেয়ে ফেলে সুখের সাঁতার,
নৌকা বেকার হয় কাতারে কাতার।
০২. কাজহীন
কোটিজনে কাজহীন কাঁপছে ক্ষিধায়
ছোরায় কাঁপন তোলে আপন দ্বিধায়।
কোটিজনে পথহারা, পায়ে দলা ঘাস
বেকারের অপবাদে ফাঁদে সন্ত্রাস।
০৩. পতি-প্রবাসিনী
পুরুষ প্রবাসে আর নারী থাকে ঘরে
চাঁদকে সাক্ষী মানে, দেহ অনাদরে
কতো জনে ইতি-উতি আকার এ-কার,
পুরুষ বিহীন নারী বিদিশা-বেকার।
০৪. পাচার
রাজনীতি খেয়ে ফেলে পিতা-মাতা আর
সন্তান-সম্পদ বিদেশে পাচার।
প্রতিভার পলায়ন, ঘরে ফেরে দশ
শতকরা নব্বুই প্রবাসের রস!
০৫. গৃহকাজে
সুযোগবিহীন যুব সন্ত্রাস ছাড়ে,
গ্রামহীনা সংসার চেপে আসে ঘাড়ে।
শাসন হাঁটছে তবে বাটছে না কাজ
গৃহকাজে হাতছানিÑ বুয়া’র সমাজ!