বারুদে যে ফুল ফোটে
মাদার তেরেসা স্মরণীয়বরেষু
যাঁর এক প্রিয়দিন জন্মদিনে দেখেছি প্রথম আলো জনমের...
বারুদে যে ফুল ফোটে
আমি সেই ভুল বাগানের ফুল,
যেনবা ধোঁয়ার সাদা আন্তরণে
ডিমের ভেতর বেঁচে থাকা বিশুদ্ধ কুসুম।
যেনবা বোমায় ভাঙে সভ্যতার ডিম,
ভাঙছে সরল সাদা শান্তিময় খোসা; ডিম-পাখি
তরলে-গরলে ভাঙে হিরোশিমা-নাগাসাকি...
তবু মানুষের মনোবল ভাঙাগড়া গান বেঁধে
আবার চীনের ইটপেটা পাহাড়-প্রাচীর হয়ে ওঠে।
মানুষই বানায় মানুষ, যদিও শরীরে ধরে
ধার করা আদম-হাওয়ার আত্মা,
ভ্রুণ পাখি, সে বড়ো পবিত্র দম
মায়ের দুধের চেয়ে বিশুদ্ধ হিমোগ্লোবিন,
সে বড় হাসতে চায় কিন্তু কেঁদে ওঠে,
কাঁদতে কাঁদতে আসে নতুন প্রজন্ম
পৃথিবীতে বড় বেশি পারমাণবিক কান্নার কারখানা,
কালো ধোঁয়ার রান্না-বান্নায়
নুনের বদলে আজ কার্বনের কালজয়,
মানুষ কিছুটা জানে, পুরোটা অনুসন্ধানে
শুদ্ধতার জন্যে সমাধান খোঁজে বাগানে বাগানে,
আমি সেই ভুল বাগানের ফুল, কবিতার কলি
ফুটেছি কবিতা হয়ে, শুদ্ধতার জাদুকাঠি নিয়ে
বোমা কি বিশুদ্ধ হবে তারপর?
অস্ত্রবাজ মালীদের গালি আর দেবো না একালে,
বারুদ-বাগানে ফোটা শত ফুল
ভুল করে কাঁটা নিয়ে ফুটেছে নিষ্পাপে,
কাঁটা দিয়ে কাঁটা সরানোর খেলা ঘটাবেই তাপে-অনুতাপে...।