না ভাঙা বাদামে টিপ
কবিতা পড়ার আগে কুলকুচো করে নিন।
কবিতার সাথে জোট বেঁধে অক্সিজেন
শরীর পরিভ্রমণে নামে,
আপনি দেবেন তাকে বিশুদ্ধ স্যালুট।
ধূমপান ধুয়ে নিন,
যদি পদ্যকে গিলতে চান
মদ্যপের মূত্রগন্ধ নারীকে বলুন
সুগন্ধের হাতপাখা সুবাতাস দিতে,
বলবেন, আমি কবিতার দেহ থেকে
ফুলরেণু খুলে নিয়ে সারছি ভোজন।
চোখের পিঁচুটি ধুয়ে
যেভাবে সাবাননগ্ন মডেল মণিরা
মেলে দেয় জায়মান দেহের উচ্ছ্বাস,
সেভাবে পড়ুন কাব্যকালোবর্ণললনাকে।
চলো না কবিতা হাঁটি,
আবরণ রয়েছে কি দেহলজ্জায় যুগলে-ভূগোলে?
না হলে ক্ষতি কি?
ক্ষতি সেই সুখ্যাতিটার, কবিতা পর্ণ হবে
কর্ণ দু’টি হবে কামজ প্রেমিক।
কবিতারও প্রেম আছে,
তবে তাকে পান করো সুস্থ কাপে ঢেলে!
পিরিচ বা হাতল ধরার আগে
হাত দুটো ধুয়ে নিলে কবিতা সে হাত
বুকের গভীরে নেবে,
না ভাঙা বাদামে টিপ...
সুখ দেবে, উম্ দেবে, চুম দেবে।