Print

কবিতা ক’জন পড়ে

সর্বকবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আবুল হোসেন, শামসুর রাহমান,

আল  মাহমুদ, সুনীল গঙ্গোপাধ্যায়...কে

 

ভাষার কেব্লা পূর্ববঙ্গে, কবিতা কি পশ্চিমে?

তর্ক তুমুলÑ যেমন কে আগে: মুরগি এবং ডিমে!

এত কথা থাক, প্রশ্ন এখন  কবিতা ক’জন পড়ে?

কাগজতো জানি, একশ মানুষে একজন আছে গড়ে,

এত আয়োজন সিনেমা-শপিং, চোখ কেড়ে নেয় মাঠ

ক্রিকেটেই হাসে সেঞ্চুরি সুখ, বাদামের ঠোঙা পাঠ

হয়তো কবিতা, অমলিন কাঁদে: হয়তো কুড়ায় কেউ

পাতাকুড়ানিয়া কিশোরী কবিতা গুণছে কালের ঢেউ...।

 

গুণছে রানের চার ও ছক্কা, কবিতা পয়ার নয়

মাত্রা-পর্ব বোঝেনা রোবট, দেহ বোঝে নিশ্চয়!

দেহের ভেতরে মনের মোজেজা-মানবিক মহাকাশ

চাঁদ-তারা-ফুল দু’চোখে টানছে, জানছে না চাষ-বাস।

 

মায়া লুণ্ঠন, ছায়া গমগম, যন্ত্রের সংঘাত।

বস্ত্র হরণে স্বল্প বসনে বিনোদন-সম্পাত।

স্বদেশ-শরীরে কবিতার শাড়ি, উপমা নদীর পাড়!

কবিতাকে খেলো হালকা রসনা, অধুনা গোপাল ভাঁড়!

যদিও সত্য-আকাশ জিততে মানা হোক ছোট ক্ষয়

মাস ভরা ছুটি নেয়নি কবিতা, কাঁধ ভরা পরাজয়!