Print

চিরখেলা

কবি কাজল চক্রবর্তী ও দীপ মুখোপাধ্যায়কে

 

শৈশবে আমি কবিতা গিলেছি

ছন্দে কিনেছি ঠোঁট,

যৌবনে আজ মায়া ভরপেট

অন্য আলোর জোট।

 

সেই বোঁটা দুটি  জননী দোহন

অবুঝের লুটোপুটি,

যৌবনে আহা, বুনো উল্লাসে

স্বাদ দেবে চাঁদ দু’টি।

 

বিষয় একটি  মানুষ তা পড়ে

বয়েসের নানা ঘোরে,

নানারকমের চিত্রকল্প

মগজের কোষে পোরে।

 

না হলে মানুষ, ছোটো শৈশবে

পদ্যে বিভোর চাকা

যৌবনে টলে  কবিতা বিমুখ,

ভুলে যায় ঝুলে থাকা।

 

সকল মানুষ স্মৃতি পুড়ে খায়,

কবির মোমেরা জ্বলে,

ছোটো বেলাকার কবিতা খেলাটি

প্রবীণ মাঠেও চলে।