Print

দেহের দেখায়

সার দেওয়া সব সুন্দরীরা ধার দিয়ে যাও চোখ

এক কবিতা আয়না দেবো, আপাদমস্তক

বর্ণনা চাও, চুল চোয়ালের, নাকের আগায় ঘাম

চোখের নেশায় পড়লে পলক ঢোল দেবে বদনাম।

ঠোঁটের বাটে রঙ কমালে সহজ হবে ছোঁয়া,

ঘিয়ে-হলুদ রঙ মেশালে চিবুকে বদ দোয়া

কানের লতি তপ্ত গরম, লজ্জাবতী মুখ

মনের মেঘে সূর্য নিতে পাট তোলো চিবুক।

সূর্য-পুরুষ দুটোই খোঁজে  পাহাড় এবং নদী

শোয়া আবার শিয়রে চায় আত্মামুখর গদি,

এই গুণাগুণ সবটা ধরে সুন্দরীদের দেহ

না দেবো আজ শ্রদ্ধা তাদের, না ফোটাবো ¯েœহ

তবে এবার কিনবো কিসে? ভালোবাসাও কম

বণিক সেজে পাল্লা ধরা, ও ভাবে নই যম

বরং আমি জাদুই ধরি, জাদুদেহের দিকে

এক কবিতায় আঁকতে পারি পুরো শরীরটাকে।

প্রেমের চেয়েও অধিক দেবো কাব্যকোমলকলা,

জমি যেমন খিদাতে নেয় চাষ লাঙ্লের ফলা ।

সার দেওয়া সব সুন্দরীরা ধার দিয়ে যাও চোখ

দেহের দেখায় জয় করে নাও ইন্দ্রিয়দের শ্লোক।