Print

বিদায় পদ্য

 

০১.   সিঁড়ি দুটি

আমার তিনদিকে বই, এক দিকে বিছানা।

ঐ একদিকেই সংসার, কী স্ত্রী কী ছানা!

এক কক্ষ বিশিষ্ট আমার পৃথিবী, আমার

সিঁড়ি শুধু দুটি  জন্মের আর কবরে নামার!

 

০২.   সুটকেস বন্ধু

 

ভ্রমণ মানেই ছিলো স্যুটকেস গোছানোর উৎসব।

প্রত্যাবর্তন মানেই স্যুটকেসানন্দ, কৌতুহলে বুঁদ সব

কী কী এলো নতুন আরাধ্য, উপহার, প্যাকেট তৈজষ

বন্ধু স্যুটকেস ভালো জানে আমার ভ্রমণানন্দ, বই যশ!

তবুও জানে না সব-শেষ ভ্রমণের বিমূর্ত যাত্রায়

কে আর বন্ধুকে নেবে, স্যুটকেসাসঙ্গ  কে তাকে হাতড়ায়?

 

০১.   অবমুক্তি

 

বাড়ি, আমি পাড়ি দেবো  সমুদ্র সাহারা

চতুর্দিকে এতো কেনো সংসার পাহারা!

নারী, আমি ভারী হবো, নি®প্রাণ পাহাড়

চিন্তা নেই, ভার নেই  না দেহ না হাড়!

 

০২.   ঘৃত বাসনা

 

দেহ থেকে দুধের জনম, দুগ্ধ থেকে ঘৃত,

আত্মা ছিলো ঘি-পাগল, বিশুদ্ধ অমৃত।

আত্মা গেলে দেহের বিদায় সাবান আতর দিও,

একটু খানিক ঘি মাখাবে যা ছিলো সুপ্রিয়।

একটু মৃদু কাব্য দিও, মৃত্যুসহা কানে,

হয়তো শরীর অপেক্ষাতেই  কবিতা সন্ধানে।