Print

প্রথম প্রেমের চিঠি কবি হয়ে লিখি

তুমি কেনো মন প্রেমের প্রথম মুডে

কিনে আনো কবিতা পোশাক?

প্রথম প্রেমেই তুমি কেনো

মনের দ্রবণে ঢালো কবিতা তরল?

বিরহে পালালে চাঁদ তুমি কেনো

বাউলের আড়ালে খোঁজো

                একতারা পদ্যগীতি,

একটি তারের সুরে পাগলামি মন ভেঙে

কেনো খোঁজো বাণীর সহায়, প্রেমজ পয়ার?

আজীবন কবিতাকে যারা দিয়েছো বিরহ দেওয়াল

প্রেমের বিপদে তারা পুঁথিকেই পথ্য ভাবো,

ভাবলেই, জড়ালেই সাফল্যের চুমু

আশ্চর্য জাদুর আহামরি বেঁচে থাকা।

তোমাদের জন্যেই জল ঢালি কবিতা চারায়,

প্রেমের কারণে দেখো কবিতার  নার্সারি শাখাটি

বড়ো কষ্টে সবুজে সজীব, রোদেলা রঙিন।

কবিতা শিল্পে রুগ্নতার সত্য থাকে, থাক

প্রেমের তরুণ চারা বারবার এভাবে বোঝাক

প্রেমের প্রথম চিঠি কবি হয়ে লিখি

হৃদয়ের ধারাপাত কবিতায় শিখি!