Print

বানরের লেখাপড়া

বই বগলে ইশ্কুলে যায়

হেঁটে ক’জন ছাত্র,

একটি  বানর গাছে বসে

তাদের দেখা মাত্র

প্ল্যান করে নেয় আজকে সেও

ইশ্কুলে ঠিক যাবে,

কিন্তু বানর বই খাতা রুল

কোথায় এখন পাবে?

ছুটলো দোকান, গিয়ে দেখে

কর্মচারী ক্লান্ত,

ঘুমুচ্ছে সে; অমনি বানর

করলো নতুন প্ল্যান’তো।

বই খাতা রুল সংগে নিয়ে

ল্যাজ উঠিয়ে ছুটলো,

এক্কেবারে ঐ ইশ্কুলের

বারান্দাতে উঠলো।

ক্লাসের ভেতর দৃষ্টি দিতেই

বানর ভীষণ চমকায়

স্যারটা যেনো কার ওপরে

চোখ রাঙিয়ে ধমকায়।

বলছে হেঁকে পড়িস না ক্যান

এই বেয়াকুব বান্দর,

পড়া-চোরা দুষ্টু ছেলে

দাঁড়িয়ে নিজের কান ধর।

বানর ভাবে তাকেই বুঝি

তাক করেছে স্যারটা

এক্ষুণি ঠিক বাইরে এসে

মট্কে দেবে ঘাড়টা।

প্রাণ ভয়ে তাই প্রাণপণে সে

দূর বহুদূর ভাগলো,

লেখাপড়ার ইচ্ছেটা তার

শিকায় তুলে রাখলো।