Print

সবার জন্যে আমার ছড়া

আমার ছড়া সবার ছড়া

সবাই পারে পড়তে

সবার যদি ভালোই লাগে

নেই  বাধা তা গড়তে।

ছড়া গড়া নয়তো সহজ

থাকতে হবে চেষ্টা,

সবারই চাই পরামর্শ

পাঠক-উপদেষ্টা।

ভালো লাগা মন্দ লাগা

সবকিছু চাই জানতে,

এই সমাজের মজার বিষয়

চাই ছড়াতে আনতে।

নিয়ম ভাঙার বিষয়গুলো

দেয় না ফাঁকি চোখকে,

ছড়ার রাজা বড়োই কড়া

নেই’তো কারুর রক্ষে।

ছড়ার কলম নরম গরম

পোক্ত এবং শক্ত,

যাচ্ছে বেড়ে এমন ছড়ার

ভক্ত, অনুরক্ত।

আমার ছড়া সবার ছড়া

বলো অমত কার?

সবার  হাতেই  দিলাম তুলে

‘বাহ্ কি চমৎকার’।