দুই মোটা
দুই মোটা লোক রিক্শাতে
বসেই ছিলো ঠিক সাথে।
রিক্শা ধীরে যাচ্ছিলো,
চালকটা হাঁ-পাচ্ছিলো।
এক মোটা কয় অন্যেরে
তোর ওজনের জন্যেরে,
রিক্শাটা দ্যাখ যাচ্ছে না
চালকটা দম পাচ্ছে না।
তাইতো বলি হেঁটে যা
একটুখানি খেটে খা,
ব্যায়াম হবে শরীরে
নামিস যদি, ধরি রে।
চোখ দু’টা বেশ পাকিয়ে
মেজাজখানা বাঁকিয়ে
এই মোটা কয় আহারে
নামতে বলিস কাহারে?
আন্দাজে দিস চোট কারে
তুইতো বেশি মোটকা রে।
আড়তদারের পাল্লাতে
মেপে দেখিস কাল রাতে।
ওদিকটাতে ঝগড়া, আর
ঘটলো ব্যাপার চমৎকার
হঠাৎ চাকা লিক হলো
চালক বলে ঠিক হলো?