মধ্যরাতে
নিঝুম রাতের নিয়ম ভেঙে
আওয়াজ এসে রুমটায়,
হঠাৎ করেই গোল বাঁধালো
মধ্য রাতের ঘুমটায়।
জেগেই দেখি চেঁচামিচি
আব্বু ডাকেন: ওঠ্রে,
কোথায় তোরা, আয় বেরিয়ে
আঙিনাতে ছোট্রে।
ওদিকটাতে হৈ-হুল্লোড়
কেউবা কাকে ধমকায়,
ঘটলোটা কি! ভাবতে গিয়ে
হৃদয় আমার চমকায়।
অন্ধকারে ছুটোছুটি
লম্ফ এবং ঝম্প,
আসল ব্যাপারÑ মধ্যরাতে
হঠাৎ ভূমিকম্প!