Print

বর্ণচুরি

হাঁদার দাদার চেহারাটা কালো

সেই চেহারা নিজের নিকট

লাগতো  না তার ভালো,

তাইতো দারুণ দুর্ঘটনা

ঘটিয়ে বসে কাল ও।

গভীর রাতে সবাই যখন ঘুমে

খুলেই ফেলে গেঞ্জি জামা

শীতের মৌসুমে,

হোয়াইট ওয়াশের চুনে ভরা

টিন আনে এ রুমে।

সেই সে টিনে ঢুকেই হাঁদার দাদা

ডুবটি দিতেই রূপটি হলো

আগা গোড়াই সাদা,

ফূূর্তি যেন! ফূর্তিতে সে

গাইলো গা মা পা ধা...।

পড়শী  যারা আরামে ঘুমুতো,

তাদের কানে হঠাৎ হানে

গানের  কলি গুতো,

তাড়িয়ে এ দেখলো সবাই

সেজেছে এক ভূত ও।

আরকি করা, কে দেয় কাকে বাঁধা ?

গাট্টি মেরে চাট্টি মেরে

বললো সবাই গাধা।

বর্ণ চুরির কি যে বিপদ

হায়রে  হাঁদার দাদা।