ধাক্কা
সাহেব বাড়ির কাজের ছেলে হরমুজ
লাউ-এর বদল কিনলো ভুলে তরমুজ।
রাঁধলো নিজে, খেতে দিলো লাঞ্চ-এ
হঠাৎ দেখে গিন্নি গলা শানছে
এই ফাঁকিবাজ কি রেঁধেছিস আজকে?
অবহেলায় পার করেছিস কাজকে।
লাউ-এর স্বাদে লাগছে কেনো মিষ্টি?
গাট্টা দেবো এক্কেবারে বিশটি।
কর্তা বলেন, বাসায় কি আজ নুন নেই?
শরীরটা তোর মারবো ছুঁড়ে শূন্যেই
ধাক্কা মেরে পাঠিয়ে দেবো মক্কা,
কাজের ছেলে বলেÑ তবেই রক্ষা।
ঢের শুনেছি মক্কা দেশের কিচ্ছে
কাজ করিয়ে লক্ষ দিনার দিচ্ছে।
এই তো আমার বড় চাচার জামাই
থাল মেজে খুব করছে নাকি কামাই।
ইচ্ছে করে আমিও ছাড়ি ঢাকা
কোথায় পাবো ভিসা-পাসপোর্ট-টাকা?
ধাক্কা দিলেই যদি যেতে পারি
তবে আমি সুযোগটা ক্যান ছাড়ি?
আপনি হুজুর যেমনি চালেন ছক্কা
তেমনি আমায় দিন পাঠিয়ে মক্কা।
আনবো টাকা করবো বাড়ি পাক্কা,
দিন না হুজুর এক্ষুণি সেই ধাক্কা।