আচার ভেবে সিমিদের এক কাজের মেয়ে মরিচ বেটেছে, বাটা মরিচ আচার ভেবে সিমি চেটেছে। চাটা শেষে ঝাল পেয়ে সে কান্না ছেড়েছে, সিমির মা তাই কাজের মে’কে ভীষণ মেরেছে।