Print

দুখের ফিনকি

ভর দুপুরে খিদের চোটে কঁকিয়ে ওঠে রহিমা

মাকে বলে খালি পেটে আর কতো দুখ সহি মা?

এ সময়ে মা’র মুখেও আওয়াজ বেরোয় তিক্তÑ

বসে বসেই থাকিস কেনো? করতে পারিস ভিখ্তো।

এমনি কথায় রহিমাটার হৃদয় ভরে বিষে

অত্তোটুকুন বয়েস নিয়ে করতে পারে কী সে!

পেট জ্বলে তার খিদায় এবং বুকে ব্যথার ফিনকি

ভাবতে থাকেÑ শেষ হবে না এমন দুখের দিন কি?