Print

সরকারি গাড়ি

সরকারি গাড়িতে

দরকারী কাজে

গিন্নীও উঠে যান

বেশ মাঝে মাঝে।

ছেলে যায় ইশ্কুলে

মেয়ে কলেজে,

সরকারি গাড়িটাও

সাথে চলে যে।

ড্রাইভার শুধু কেনো

থাকবে নাচার

গ্যালনে-গ্যালন তেল

করছে পাচার।