Print

চুপি চুপি বড়ো হয়ে

ঘুম পাড়ো শিশু তুমি ঘুম পাড়ো ঘুম,

ঔ শোনো গোলাগুলি গুড়–ম গুড়–ম।

কান্না থামিয়ে শিশু চোখ মুদে থাকো

চুপি চুপি ঘুম-পরীকেই শুধু ডাকো।

বনের বাঘেরা সব এসেছে পাড়ায়

এক্ষুণি এসে যাবে তোমার সাড়ায়।

কিছুই বোঝে না তারা কেড়ে নেবে সব

তাদের ভয়েই আজ সকলে নীরব।

কোনো এক ব্যবসায়ী খুন হলো কাল

টাকার বদলে নাকি দেয় গালাগাল

এই ছিলো অপরাধ বাঘদের কাছে

খুর-চাকু-পিস্তল সবকিছু আছে

ইচ্ছে হলেই তারা খুলে নেবে চোখ

সিংহের মতো চুল, বেহিসেবী নোখ্।

ও পাড়ার ছোটো নিশা হয়েছে গায়েব

টাকা পেলে ছেড়ে দেবে জানালো সাহেব।

এ কেমন বাঘ তারা টাকার পাগল

মানুষকে ভাবে যেন অবোধ ছাগল।

হৃদয়ে বাগান নেই, পাষাণ মনের

কিন্তু তারাতো নয় আসলে বনের,

মাটির মানুষ তারা নাম মাস্তান

থামিয়ে দিয়েছে সব শান্তির গান।

ঘুমাও আঁধারে শিশু, ঘুমাও অবোধ

চুপি চুপি বড়ো হয়ে কোরো প্রতিরোধ।