প্রবাসী মামার বাড়ি
তাইরে তাইরে তাইরে
মামার বাড়ি যাইরে।
মামা থাকেন আমেরিকা
বাড়িতো নয়, অট্টালিকা
উঁচুর ওপর বসবাস
নাই সেখানে সবুজ ঘাস,
আম-কাঁঠালের গাছ পাবো না,
ছিপে ধরা মাছ পাবো না,
নাই সেখানে শাপলা ফোটা পুকুর
আছে নাকি বিলেতি এক কুকুর।
তাইরে তাইরে তাইরে
তবু যেতে চাইরে,
মামা বাড়ির গল্প শুনি
ইংলিশে টক্ গালবকুনি,
খেলনাগুলো কত্তো ভালো
নগরী নয় আগোছালো,
সুইমিংপুল সাঁতার শেখা
লম্বা টাওয়ার-শহর দেখা
পাতাল ট্রেনের মাতাল গতি,
হঠাৎ কারেন্ট গোল বাঁধালেই ক্ষতি...।
তাইরে তাইরে তাইরে
বলতে পারো ভাইরে
ফেলে-ছেড়ে নিজের বাড়ি
মামারা ক্যান দিচ্ছে পাড়ি,
পড়াশোনার জন্যে গিয়ে
সারাজীবন দেয় কাটিয়ে,
গ্রামের নাকি করুণ দশা
বন্যা-খরায় শরীর ঘষা
গ্রামের মানুষ হচ্ছে শহরবাসী,
মামা এলে ফোটাও মুখের হাসি।
তাইরে তাইরে তাইরে
সুযোগ যদি পাইরে
বিদেশ থাকা মামা-মামি
হোক না জীবন অনেক দামি
ফিরিয়ে এনে নিজের দেশে
মন জুড়াবো ভালোবেসে,
মামার বাড়ি গ্রামেই ভালো,
বিদেশ থাকা কে শেখালো?
বলতে এসব বিদেশ যেতে চাইরে
কিন্তু কপাল, ভিসা যে পাই নাইরে...
কেমন করে মামার বাড়ি যাইরে?
তাইরে তাইরে তাইরে...।