Print

বালতি তোষক হারিকেন

এই যে সাহেব জানেন না কি এটা প্রথম শ্রেণি?

বালতি তোষক তোলেন কেনো?

আবার দেখি হারিকেনও!

নামুন নামুন ছেড়ে দেবে এক্ষুণি এই ট্রেনই

বোঁচকা বোঝা বুক করে দিন; এটা প্রথম শ্রেণি।

যাত্রী বলেন জানি,

দেখতে পারেন সংগে আছে ঠিকই টিকিটখানি।

এবং এটাও জানি

পানি নিয়ে টয়লেটে হয় ভীষণ টানাটানি।

হাওয়া হয়ে যায় যে আবার বসার গদিখানি,

রাত্রি বেলায় বাত্তি গেলে কেমন কানাকানি।

 

বালতি তোষক আর হারিকেন সংগে নেয়ার কারণ

এবার নিজেই আঁচ করে নিন রাখুন যত বারণ।