ভাত নেই তো
রাজপ্রাসাদের বিশাল ছাদে রোজই রানি ওঠেন,
ঝি’-এর সাথে হাওয়া খেতে ছাদের ওপর ছোটেন,
এমনি সে এক বিকেল বেলায় হঠাৎ শোনেন আওয়াজ
কারা যেন বলছে হেঁকে খাবার-দাবার দাও আজ।
রানি দেখেন কতক প্রজায়
মিছিল করে রাজপথে,
অবাক চোখে ঝি’কে
শ্লোগান কেনো আজ পথে?
উত্তরে ঝি বলে
ওরা ভীষণ দুঃখী মানুষ; কষ্টে জীবন চলে।
খায়নি বুঝি আজ দুপুরে ভাত ছিলো না ঘরে
রাজার কাছে নালিশ দিয়ে তাইতো মিছিল করে।
রানি বলেন ঝি,
ওরা যে খুব বোকা মানুষ এবার বুঝেছি।
মিছেমিছি মিছিল করে বেড়ায় কেবল কেঁদে
ভাত নেই তো কী হয়েছে? খাবে পোলাও রেঁধে।