Print

স্বাদ

শীত বিকেলে মেঝের ওপর

বিছিয়ে নানান খেলনা,

বললো বিভা ভাইয়া রে তুই

কাব্য এখন ফ্যাল্ না;

এই বিকেলে আমার সাথে

একটুক খানি খ্যাল্ না।

মিছিমিছি জ্বালিয়ে চুলো

তৈরি  করে খানা,

কাব্য নিয়ে ভাববো কি আর

মস্তকে দেয় হানা;

বললো এবার ভাঁপা পিঠে

দিলাম তোকে, খা না।

কী আর করা পিচ্চি পিরিচ

তুলে নিলাম হাতেই,

আসল পিঠে কোথায় পাবো?

স্বাদ মিটালাম তাতেই।