Print

গুলতানি

বাবুল মামা গল্পে মারেন

হাজার রকম গুলতানি,

বছর দশেক পূর্বে নাকি

ওনার ছিলো সুলতানি।

শখের বশে মন-খায়েশে

ঘুরেই সারা বিশ্ব,

এখন নাকি পথের ফকির

অর্থহারা নিঃস্ব।

আমরা বলি, তা মামুজান

কি আছে ওই টাকায়,

এখন বুঝি গর্ব করেন

ভূগোল জেনে রাখায়?

মামা বলেন, হ্যাঁ ভাগিনা

ভূগোল হলো দেশ ভালো,

আমরা বলি, ঠিক মামুজান

কিস্সা খানি বেশ ভালো।