কফি
প্রিয়মুখ লুৎফর রহমান রিটন কে
অফিসারের মন টেকেনা একলা বসে অফিসে
হঠাৎ কি যে খেয়াল হলো খাবে নাকি কফি সে।
হোটেল থেকে আনতে কফি পিয়নকে কয় অফিসার
পিয়ন বলে দ্যান্ টাকা দ্যান্, আনবো কিনে কপি স্যার!
ফুল কপি আর বাঁধা কপি যাচ্ছে পাওয়া সস্তায়,
আনবো নাকি ভর্তি করে ব্যাগে এবং বস্তায়?
এসব শুনে কয় অফিসার, দূর হ ব্যাটা জানোয়ার,
পিয়ন তবু হেসে বলে: স্যার আমিতো আনোয়ার!