বসন্তের কোকিল
বছর ঘুরে বসন্তে সব
কোকিল ডাকে কু-হু,
অন্য সময় আর ডাকে না
সুরে মুহূর্মুহূ।
বসন্তে হায়, আসে ও যায়
ক্ষণিকেরই কারবার,
এমনি করেই বাংলাদেশে
একুশ আসে বারবার।
আসলে পরেই বাংলা চালুর
দাবি দাওয়া কি রব।
একুশ গেলেই বসন্তের এই
উত্তেজনা নীরব।