Print

ভেজাল

এই যে ধরা, ভেজাল ভরা

এমন জীবন নি®প্রয়োজন,

তাই’তো করিম ঠিক করে নেয়

এখন যে তার বিষ প্রয়োজন।

মরণপারেই মুক্তি আছে

আছে আশার সম্ভাবনা,

করিম বলে মৃত্যু হলে

শান্তি আমি কম পাবো না।

এবং শেষে বিষ কিনে সে

পান করে বেশ নিষ্ঠাতে,

কিন্তু মরণ হয়নি কারণ

ভেজাল ছিলো বিষটাতে।