Print

ঈদের পরে ঈদের খুশি

লাচ্ছা সেমাই ঈদের পোশাক কিনতে

বাবা যেন বেপরোয়া

মাথায় শুধু চিন্তে।

যদিও তিনি দুখ-আগুনে তাঁতান

তবুও মায়ের সামনে হাজির

ঈদের শাড়ি কাতান।

ভাই-বোনেরা খুশিতে গদ্গদ্

গায়ে তাদের রং বেরঙের

পোশাক-পরিচ্ছদ।

ঈদের দিনে হৈ হুল্লোর, কি রব।

বাবা তবু কেনো জানি

এক্কেবারে নীরব।

ঈদ পেরুলে আমোদ গেলো সবার

কিন্তু একি! এবার দেখি

বাবা হাসেন ক-বার,

আমোদ দিয়ে ভরিয়ে গেছে আদল

বুকে যেন বাজছে বাবার

রিনিক ঝিনিক মাদল।

মাথায় বুঝি আসছে না আর চিন্তে

আসল ব্যাপার মুক্ত তিনি

নানান জিনিস কিনতে।

ঈদ পেরুলে ঝুট-ঝামেলা কমে,

তাইতো বাবার ঈদের খুশি

ঈদের পরেই জমে।