নতুন পড়া নতুন পড়া অনেক পড়া পড়তে খোকা পারবি? বাংলা আছে আরো আছে ইংরেজি ও আরবি। খোকা বলে হেসে অনেক পড়াই শেষ করেছি বইকে ভালোবেসে। নতুন পড়া হোক না কঠিন পড়েই আমি ছাড়বো, পড়তে যদি নাই বা পারি ছিঁড়তে তো বই পারবো!