Print

রাজা-প্রজা হাত-পা

হাত ধোবো বেসিনেতে পা-টা ধোবো কই।

পায়ের কী দাম নেই? ভাবনা অথৈ

হাত-মুখ দাম পায় খাবার বেলায়

পা দু’টিকে গুঁজে রাখি হেলায়-ফেলায়,

অথচ পায়ের কাজ সারাদিন হাঁটা

ফোস্কা পড়–ক আর বিঁধে যাক কাঁটা

পায়ের ওপরে আছে শরীরের ভার

কুলি হয়ে খাটে তবু দাম নেই তার।

খাবারের কাজে লাগে হত-মুখ-গলা

কদরটা এ কারণে বেশ যায় বলা,

বেসিন আয়না সাথে চিরুনী ও পেস্ট

পাউডার ক্রীম আর শাম্পু লেটেস্ট,

শেভের রেজার পাশে তরল লোশন

টাওয়েল আদর করে পানিকে শোষণ,

কানের কটন বাড আছে টুথপিক

বেসিন যতনে থাকে করে চিক্ চিক্।

পায়ের ওসব নেই, কে করে খেয়াল

উঁচু-নিচু হাত-পায়ে বিভেদ দেয়াল,

অজুর  নিয়ম  আছে সবি হবে ধুতে

পা দু’টিও সেই সাথে পানি পারে ছুঁতে।

অজু বাদে এ নিয়ম হয়নাতো মানা

বেশিন বানান যারা আসলে কি কানা?

দেহের ওপর হলে একপেশে মজা

হাতগুলো যেনো রাজা; পা দু’খানা প্রজা!