Print

তরীর বিকেল

ছাদের ওপর ছোট্ট তরী দাঁড়িয়ে থাকে একা

ভাবতে থাকে এখন যদি হতো বিনুর দেখা

ইছিল বিছিল আলাপ দিয়ে ভাব জমাতাম কতো

চুলের ফিতে বেঁধে নিতাম বড় আপুর মতো।

বোয়েম থেকে আচার এনে খেতাম চুপিসারে

সুযোগ পেলে আরো না হয় বেঁধে দিতাম তারে।

কিন্তু কোথায় বন্ধু বিনু আসছে না ক্যান বাসায়

আর কতো ক্ষণ থাকবো বসে ওকে পাবার আশায়।

রোজই আসে, আজকে হঠাৎ আসছে না ক্যান কাছে

ঠিক বুঝেছি, আমার ওপর রাগ করে সে আছে।

ইশ্কুলে আজ করেছিলাম কথা কাটাকাটি

এলো না তাই। দুত্তোরি ছাই, বিকেলটা আজ মাটি।