Print

বাহ্ কি চমৎকার

বাহ্ কি চমৎকার!

সকাল বেলায় মাম্মি ড্যাডি

অফিসে যান আর

আয়ার কাছেই মানুষ আমি,

কাটলো বছর চার।

হয়নি মায়ের কোলে ওঠা

পাইনি মায়ের দুধের বোঁটা,

পাস্তুরিত দুধ করেছি

ফিডারে আহার

বাহ্ কি চমৎকার!

বাহ্ কি চমৎকার!

ইশ্কুলেতে ভর্তি হতে আজগুবি কারবার

সিট খালি নেই তাইতো দিলাম

পরীক্ষা বারবার।

ভর্তি হয়েও দম যে হারাই

পাঠ নিয়ে যাই পাঠ্য ছাড়াই,

বই মেলে না সময় মতো

কেউ ধারে না ধার

বাহ্ কি চমৎকার!

বাহ্ কি চমৎকার!

বছর বছর যাচ্ছে বেড়ে

নতুন পড়া আর

যাচ্ছে কমে কেবল শুধু

পাশের যত হার।

এই বয়েসেই এত্তো পড়া

তাইতো শেষে কি আর করা

ড্যাডি আমার রেখে দিলেন

প্রাইভেটেরই স্যার,

বাহ্ কি চমৎকার!

 

বাহ্ কি চমৎকার

আমার সমান কাজের ছেলে

ব্যাগটা নেয় আমার,

ইশ্কুলে যায় রাখতে আমায়

নেইতো পড়া তার।

আমি যখন খেলি ভীষণ

কিংবা দেখি টেলিভিশন

তখনো তার মাথার ওপর

কত্তো কাজের ভার।

বাহ্ কি চমৎকার!