সোনার সন্ধানে
হুগলির হাত ধরা
নদী এক হলদি
লঞ্চেই পাড়ি দেবো
দুটো নদী, জলদি।
ওপারেই বন্দর
ডায়মন্ড হারবার,
সেখানেই হয় নাকি
ছড়ামেলা বারবার।
গ্রাম থেকে যাবো তবে
ভালো কোনো লেখা নেই,
না হয় পড়বো ছড়া
হাত ধরে সেখানেই ।
অইখান থেকে নাকি
কলকাতা নিকটে
এইবার দেখবোই
কপালেতে কি ঘটে?
একবার পথ পেলে
খুঁজে নেবো নন্দন,
নগরীর সাথে হবে
গ্রামীণের বন্ধন।
লেখালেখি নেতাদের
হতে হবে শিষ্য!
লিখতে লিখতে শেষে
সোনা দেবে বিশ্ব।