Print

কলি-ক্যাল-কলকাতা

কলিকাতা, ক্যালকাটা, কোলকাতা নয়,

বানান বদল করে কলকাতা হয়।

সহজ বানান তবে সকলে কি ধরে?

অভ্যেস হবে নাকি ধীরে ধীরে, পরে।

যে শহর বহুভাষী, বহুভাবে ডাকে।

বাংলা শরম পেয়ে থাকে বাঁকে বাঁকে।

 

ঢাকা নিয়ে বানানের ছিলো গোলমাল,

ইংরেজি অক্ষরে মিলতো না তাল,

উঅঈঈঅ (ডাক্কা) বানান শেষে উঐঅকঅ হলো যেই

কয়েক বছর পরে কোনো ন্যাকা নেই।

সেভাবেই ঠিক হোক, নাম হোক পাতা

নগরীর সব্বাই ডাকো কলকাতা।

 

মানুষকে কতো নামে ডাকে কতো জনে,

কলকাতা কলু হয়, ক্যাল ক্ষণে ক্ষণে

কলি বলে ডাকে কেউ, কারো ডাক কল

এইসব ঘরে থাক, ভালো নাম বল্,

সার্টিফিকেট আর কবিময় নাম

‘কলকাতা’ কতো ভালো, করছি সুনাম।