Print

ঢাকা থেকে কলকাতা

ঢাকা থেকে কলকাতা, কাছে খুব কাছে

যেনো পাশাপাশি আছে ভাতে আর মাছে।

ঢাকা মানে রাজধানী, কলকাতা ছিলো

দু’শহরে মাপজোখ কেজি আর কিলো।

ঢাকা বলে টাকা তবে কলকাতা রূপি

বিশাল এ নগরীতে লোক বহুরূপী,

তবুও বাঙালি বেশি, শাসনেও তারা

রাজ্যে ছড়ায় ঢের ইংরেজি চারা।

 

বহুভাষী দেশ তাই কম্পিটিশন,

বাংলাদেশেও কি কম ডিভিশন।

তারপরও ঢাকা মানে একভাষী দেশ,

তবে ঢাকা কলকাতা সম-পরিবেশ,

বাস ট্রাক রিকশায় বোঝাপড়া, চলা

মেট্রো বা ট্রামহীন ঢাকাটির গলা

ফ্লাইওভারের বিছা কোমরে জড়ায়,

ঢাকার কাগজ সব কবিতা পড়ায়।

গান-ছড়া-নাটকের ভাষা ভরা সিটি

কলকাতা কম কিসে? প্যারেড ও পিটি

খেলাধুলো, ক্লাব নেশা সব ঠিকঠাক

দু’শহরে বাস করে বেকারের ঝাঁক।

 

ঢাকা বড়ো ঢেকে রাখে শরীরের হাড়,

এইখানে হার মানে কলি-কালচার!

মন তবে খোলা থাকে সাগর উদার

মেলে তাই দু’শহর, মিলনে দু’ধার

দু’দিকে ছুটছে বাস, বায়ুগাড়ি সেও,

অতিথি কুশলে বলে অইপারে যেও,

জীবনের শত পার, আয়ু থাকা লোকে

এপার ওপার দেখো পাপহীন চোখে।

 

ঢাকা-কলকাতা আর কলকাতা-ঢাকা,

দোলা থাক, খোলা থাক দু’দিকের চাকা।