Print

দাতা নেই

গড়িয়ার পরে নদীয়ার ডাক,

মন ভরে আঁকি ছবি তার,

জাদুকর নই, সাধুবর নই

পসরা সাজাই কবিতার।

 

বাঁকুড়ার চিঠি, ত্রিপুরার ফোন

কোচবিহারের আকুলতা,

মেদেনীপুরের বেদেনীপাড়ায়

মন্ত্র শেখার ব্যাকুলতা

কবিতা ছড়ার ঝাড় ফুঁকে নাকি

আধুনিক সাপে বশ মানে,

কবি-সাপুড়িয়া, এইবার চোখে

বিষ-প্রতিরোধ চশমা নে।

 

চেরাপুঞ্জিও হাঁক দিয়ে ডাকে,

তড়িঘড়ি তাই তিস্তাতে,

ছাতা ফেলে এসে কী বিপদ এলো

কবিতাসমেত ভিজ্ তাতে,

ভিজলাম কতো পাখি-বুকে ক্ষত,

চশমা এবং ছাতা নাই,

কবিতা শোনার মানুষ অনেক;

নগদ দানের দাতা নাই!