ক্লাব-কালচার
ক্যালকাটা ক্লাবে যেতে জুতো লাগে আর
জামার কলারে যেনো থাকে খাড়া ধার,
তারপরও ইজি নয় ক্লাবে পারাপার
হোস্টকেও হতে হবে সেরা মেম্বার।
বৃটিশের এ নিয়ম বাঙালিরা পোষে,
চপ্প্ল পরা প্রাণি আঙ্গুল চোষে
ধুতি আর পাঞ্জাবি, পাম্প সুও ও-কে
এতো কিছু মেনে নিয়ে ক’জনই বা ঢোকে!
সিআরসি, বেঙ্গল, লেক-সাউথ সব
ক্লাব মানে ব্লাফ নেই, পোষ মানা জব...
পোশাক-পাদুকা নিয়ে নিয়মের খেই
মন্দিরে মসজিদে এতো কিছু নেই।
বৃটিশের কালচারে শেষ কথা হলো
নিতে হলে দিতে হবে পুরো আনা ১৬।
গলা ভেজা ক্লাবে গেলে বৃটিশের ছাপ
তিনবেলা বাঙালির একবেলা মাফ!