Print

বাস ও ট্রামের টক্কর

খবর নেবে জবর খবর টাটকা, পরিশুদ্ধ-

বাসের সাথে ট্রামের এখন লাগছে কেবল যুদ্ধ।

 

বাস উঠে যায় ট্রামের রেলে, ট্রাম বলে তাই সর

বাসের তখন উল্টো মেজাজ, চায় দিতে থাপ্পড়।

 

ট্রাম সাহেবের ঘাম ছুটে যায় লজ্জা-রাগে লাল,

তবুও দেখে বাস মহাশয় দিচ্ছে নানান গাল

 

প্যাঁক্ প্যাঁকা প্যাঁক্ ব্যঙ্গ সুরে বলছে ওরে ট্রাম,

তুইতো হলি কাছিম গতির চারকোণা এক ড্রাম।

 

রেল ছাড়া নেই পায়ের গতি, তেল-গ্যাসও নেই, ধুৎ

টানছে গলার কুকুর রশি মনিব বা বিদ্যুৎ!

 

একটু রেলে খুঁত অথবা লোড শেডিং-এর জেরে,

উল্টিয়ে চোখ বসেই পড়িস জ্যামমরা আলসেরে...

 

অথচ দ্যাখ আমরা কেমন হেলে-দুলেই ছুটি,

পুরো সড়ক চষতে পারি ট্রাক-বাসে কি জুটি!

 

অনেক কথার পরে এবার  ট্রাম খুলে দ্যায় মুখ

বাসকে বলেÑ হাঁসের মাসী ঘষ-লাগা উজবুক,

 

ট্রামকে করো গালিগালাজ নিজের দিকে তাকাও

হাঁস-স্বভাবে বিষ্ঠা ছেড়ে ধোঁয়ার ছবি আঁকাও।

 

ধুলোর কারি ধোঁয়ার প্লেটে বেশতো  ভ্রমণ-ভোজন,

অক্সিজেনের বদল বাড়াও কার্বনেরই ওজন।

 

ধাক্কা মেরে চাক্কা তলে অক্কা খেলা এই তো!

এই আমাদের ভেতর ওসব ফাল-চালাকি নেইতো।

আস্তে-ধীরে চলতে থাকি গড় নিয়মের ছন্দে,

জলের দামে নগর-ভ্রমণ পুরনো পছন্দে!

 

এবার বলি নতুন কথা নতুন সংস্করণ

মাটির ভিতর নতুন ট্রামের  ঘটলো অনুসরণ!

 

বরণ ডালা একলা নিয়ে মেট্রো রেলের ছোটা

বাস মাসীদের, ট্রাক কাকুদের নেই সেখানে খোঁটা।