ঈদের চাওয়া পূজোর পাওয়া
রাম-গীতা ভাই বোন বেহালায় বাস,
পাশেই দু’ভাই থাকে, আবু-আব্বাস
মুসলিম পরিবার, নেই খুনসুঁটি
চারজনে বড়ো মিল, খেলে লুটোপুটি।
ইশ্কুল এক তবে ক্লাশে উঁচু-নিচু!
চারভাগ করে খায় একটিও লিচু
অদ্ভুত ভালোবাসা, মন কাড়া টান,
কি কি আছে লাভ এতে করি সন্ধান
পূজো এলে রাম-গীতা জামা পেলো যেই
আবু আর আব্বাস নাচে ধেই ধেই-
কারণ তাদের বাবা পূজোতেও কেনে,
মুখ ভার নেই আর, সুখ দিলো টেনে।
ঈদের সময়ে ফের রাম-গীতা খোশ্
তাদের বাপীর নেই অবহেলা দোষ,
আবু আর আব্বাস লাল জামা গায়
রাম-গীতা বাদ নেই ঈদ-জমানায়।
এই যে ডবল পাওয়া, জোড়া উপহার
এর পিছে কি কারণ? জানা আছে কার?
আসলে বিষয় হলো ঈদ পূজো সব
শিশুদের খুশিভরা মুঠো কলরব।
কার ঈদ কার পূজো, সেটা বড়ো নয়,
ওরা যদি হাসে তবে ধর্মের জয়।
ওদের মিলন দেখে খুশি দুই পিতা
সুখে থাক আব্বাস, আবু-রাম-গীতা।