রবিও মানুষ ছিলো
কলকাতা প্যানোরমা কি দারুণ সাজানো
ইতিহাস কথা বলে তোমরা কি তা জানো?
গল্পের সাথে সাথে বিবরণ চলমান
সব যেনো জীবন্ত, ছবি-জল টলমান...
এই ধরো কবিগুরু, ঠাকুরের গড়া মুখ,
তাকে পেয়ে সেইখানে মিলে গেলো ছড়া-সুখ।
আবার দুঃখ আছে, যদিও তা চেপে যাই,
বিষয়টি মনে হলে মাঝে মাঝে ক্ষেপে যাই।
কেনো খেপি? বলি তবে বিষযটি এ রকম
কবিগুরু দেবতা কি? ভাবতাম সে রকম।
রবীন্দ্রনাথ নাম, পদবীটা ঠাকুরের,
নন তিনি সাধারণ, লোক নন চাকুরের।
ভাবতাম মুনি-ঋষি, দাড়িমুখ দেবতার
কে জানে সেখানে গিয়ে নবরূপ নেবো তার।
সেইখানে রবি কবি একেবারে সাধারণ,
ঠাকুর বা দেবতার কোনো ছকে বাাঁধা নন।
দিব্যি মানুষ তিনি, চোখ-ভুরু নাড়ছেন,
মিন মিনে আবৃত্তি, কবিতাও ঝাড়ছেন।
জমিদারী ভাব নেই, চলাতে বা বলাতে
গাইলেন গান এক, নিচু লয় গলাতে।
লজ্জার মাথা খেয়ে মুখ টিপে হাসছেন
সকলে অবাক দেখে ভাবনায় ভাসছেন।
রবিও মানুষ ছিলো লেখাজীবী, তা জানো?
কলকাতা প্যানোরমা স্মৃতি দিয়ে সাজানো।