চিরবন
আচানক বলে ওঠে মন
চল্ দেখি সুন্দরবন।
সুন্দরী কাঠ আছে, আওর?
আছে ঝিল, খাল-বিল হাওর।
ভূতি হাঁস; গুড় গুড় পাখি
কুড়া ঈগলেও চোখ রাখি
পৃথিবীতে খুব বেশি নাই
জলচর পাখিদের ঠাঁই।
হুগলি ও মেঘনার দু’য়ে
ব-দ্বীপের বন থাকে ছুঁয়ে,
তবে নয় এলোমেলো যা তা
গরান-কেওড়া-গোলপাতা
গাছে গাছে কারুকাজ জারি,
তাল নারকেল সারি সারি।
হরিণের চোখকাঁড়া ছোটা
ছুঁড়বো না বন্দুক-টোটা।
বাঘ আছে রাগ আছে, থাক
মধুভরা আছে মৌচাক
ঢিল দিলে প্রাণি দেবে হুল
ব্যথা-বিষে কে দেবে মাশুল?
সাজুগুজু সুবিশাল বন
মন ভরা পরিদর্শন,
ট্রলার বা লঞ্চের ছোটা,
নদী থেকে ভূমিতেও ওঠা
দেখা-শেখা; বেড়ানোর বাঁক
এই বন চিরদিন থাক।