Print

ধর্মতো ধুলো নয়

ধর্মতো ধুলো নয় চোখে দেবে ছিটিয়ে,

সেতো সেতুবন্ধের। সামাজিক  চিঠি এ।

 

বাড়িরা দেয়াল চায়, দরোজাটা সড়কে

সমাজও  মানুষ  চায় , মনে-প্রাণে বড়ো কে?

লাগ ভেলকির খেলা ধর্মের খেলা নয়,

বাজিকর বাড়ি ফেরো এই বেলা বেলা নয়।

মন্ত্রের ঝুলি পিঠে দেবে দম পিটিয়ে,

ধর্মতো ধুলো নয় চোখে দেবে ছিটিয়ে!