জাম্বুরা বল
আলমিরা খোলে কেরে? দাঁড়া
পাচ্ছি না কেনো কোনো সাড়া?
কে ওখানে, আরে একি মিতু,
তুই নাকি ১৬ আনা ভীতু?
অদ্ভুত! তুই দেখি চোর
চুপিসারে খুলে ঘর দোর
ঘাটছিস কড়কড়ে টাকা,
ছোট ভাই, এই পথ বাঁকা।
মিতু বলে, আমি অসহায়,
তুমি জানো, খেলে দিন যায়,
খেলা মানে ক্রিকেটের রোগ
তা দিয়েই দিন উপভোগ।
খেলি আমি সারাদিন খেলি
কি করে যে পাঠে চোখ ফেলি
মাথা ভরা চিন্তার ঢেউ,
লেগে আছে ক্রিকেটের ফেউ...
ফেউ মানে খরচের খাত,
খালি হয়ে যায় শুধু হাত,
ব্যাট্ কেনো ,বল কেনো আর
প্যাড, ক্যাপ কতো সম্ভার
রাজা নই, তবু রাজা ভাব,
বিদেশী খেলায় এ স্বভাব
জুড়ে গেছে, ঘুরে গেছে তাই
চুরি ছাড়া টাকা আয় নাই!
এই কথা শুনছিলো শুভ
এ বাসায় কাজ করা যুব।
বললো সে, মিতু ভাই, সেকি
অপনিতো বুদ্ধির ঢেঁকি ,
আপনিতো নন কোনো বোকা
খেলা নিয়ে হয় কেউ পোকা?
সারাদিন কাজ সেরে, তবে
আমাদের খেলা শুরু হবে
বিকেলের মাঠে খেলি সব,
টাকা নেই, তবু উৎসব
কেনা নয়, গাছপাড়া বল
চেনা আছে জাম্বুরা ফল?
সেই বল পা বানায় পুরু,
তা দিয়েই আমাদের শুরু।
চুরি নয়, সততায় টান
এই দলে আজ ভিড়ে যান।