পা খাটালে বীর বাঙালি
দেশ শুধু নয়, বিশ্ব কাঁপে বিশ্বকাপের খেলায়
সকল কাজের ভাঁজ ভেঙে যায় উত্তেজনার ঠেলায়।
থাক বা না থাক নিজস্ব দেশ; প্রিয় দলের বড়াই
কী বিবরণ থক থকা থক জ্বলছে তেলে কড়াই।
বলছে কথা বলুক,
চলছে খেলা চলুক,
জ্বলছে উনুন জ্বলুক
তবু না হয় বুদ্ধি নামের
মেঘ বা তুষার গলুক।
বুদ্ধি গলা মানে?
ক’ জনই তা জানে?
প্রশ্ন করি এবার আমি সবার কানে কানে ।
গরিব দেশে খুব প্রয়োজন অল্প জ্ঞানের খেলা,
সারাটা দিন কাজ না হলেই দেশকে অবহেলা,
ফসল ছাড়াই যায় ভেসে যায় নিজ জীবনের ভেলা।
ক্রিকেট এমন সময় খেকো দিন পুরোটাই খেলো,
ইশ্কুলে নেই, কর্মেও নেই, মাঠ থেকে কি পেলো?
কি পেলো রে মানিক?
ঋণ হয়েছে খানিক।
বিদেশী ব্যাট ভাঙলো বলে
চুরির টাকা? তা নিক
তবুও ক্রিকেট খেলবে,
দিনকে জলে ফেলবে,
সুখ জীবনের রান না পেয়ে মাটিতে ব্যাট ঠেলবে।
বলবে মাটি শোনো
সময় এবার গোণো,
সারাবেলাই কোনো খেলা খেলবে না কখখোনো।
খেলার লগন বিকেল বেলা সূর্য যখন ম্লান,
গড়ব দেশের বীর খেলোয়াড় বলছি নতুন প্ল্যান
বাইশটি সেনা দু’ভাগ হয়ে খেলবে দুটি দল,
এই খেলাটি সবার চেনা দেশীয় ফুটবল ।
বল না পেলে থোড়াই কেয়ার, জাম্বুরা ফল নামাও
ঘন্টা দেড়ক সময় নিয়েই ফুটবলে গা ঘামাও।
বাঁচবে সময় বাঁচবে টাকা, বাড়বে কাজের গতি,
ভাবতে হবে ক্রিকেট দিয়ে দেশের কী লাভ ক্ষতি
ফুটবলে ঠিক উঠবে নতুন পেলে, ম্যারাডোনা,
পা খাটালেই বীর বাঙালি জিতবে ঠিকই সোনা।