হারানো সংবাদ
দিয়েছি অনেক, নিয়েছো
বদল কিছু কি দিয়েছো?
সুচিত্রা সেন মুনমুন,
গানের কোকিল গুনগুন
শচীন থেকে আরডি-অতুল-বাপ্পী-কুমার সানু;
কিংবা ঢাকার ভানু,
কোথায় আছে জ্যোতি বসুর মতোন মুখ্য ঝানু?
বুদ্ধদেবও কম কি?
তপন কিংবা শ্রী প্রিয়জন মুন্সী দেবে ধমকি?
উপেন কিশোর বা সুকুমার সত্যজিতের নাড়ী
গৌর কিশোর, অমর্ত্য সেন নীরদ সি-এর বাড়ি
মধুসুদন; তারাপদের পথহারানো পাড়ি।
কোন জাদুতে আটকে গেলো এসি-পিসি সরকার
কে দেবে আজ জবাব বলো আপন এবং পর কার?
শহর ভরা তারার ঝাঁপি কার না বলো দরকার?
আরেক আকাশ সুনীল কোথায়,
নেই জীবনানন্দ,
অরুণ শঙ্ক সমরেশও অন্য ভূমির ছন্দ।
শীর্ষেন্দুর বিন্দু বসত বুদ্ধদেবের বালক,
দিনগুলো হায় ছিনিয়ে নিলো
পাশের প্রতিপালক।
আনন্দগ্রাম নিরানন্দে কাগজে আহ্ বাজার,
তোমরা পেলে টগবগে প্রাণ আমরা স্মৃতির মাজার!
ক্লাশ কবিতার নীরেন-আশিস, দীপ কাজলের টান,
বাঁশবাগানের যতীন্দ্রনাথ চাঁদের অভিযান
সতীদাহ প্রথার পুরুষ রামমোহনের রাজ
বরিশালের শ্রীনিকেতন কলিকাতার সাজ...
নৌকা-নাবিক-বাইচ
আড্ডা-আসর-আইচ
অস্ত্রলুটের বিপ্লবী দল সূর্যসেন অপার
শিল্পী-লেখক সোমনাথ হোর সবাই পগার পার।
রাষ্ট্রপতির জামাই-জীবন প্রণব-বধুর দিন
মৃণাল সেনের পারের ছবি হলো কি রঙ্গিন?
মাটির বাড়ি দালান হলে
মেধার মানুষ চালান হলে শোধ দেবে কে ঋণ?
বাংলাদেশ ও ভারত-বিদেশ: বাংলা এখন তিন!
তিনবাংলার ঢেউ
তীর ছুঁয়েছে কেউ?
হায় গজলের মিতালী,
খুঁজলো শুধুই কি তালি?
কই কমরেড মুজাফ্ফর,
রাখী মিঠুন আপন পর,
ঋতুপর্ণার নানু দাদুর ডাকছে পিছু পুরোন ঘর।
শ্রেয়া-রানি-সুস্মিতাদের পিতৃবসত শেষান্তর,
কাঁদছে ভিটে ভাদুরীদের, জয়া বচ্চন দেশান্তর!
জাগছে পুরোন চিত্র
হাঁকছে হঠাৎ বাঘাযতীন, ডাকছে ইলা মিত্র,
মরদ বটে সরোদ সুরে আলী আকবর খাঁ,
আরও দিলাম নারীর ভূষণ বেগম রোকেয়া।
রবীন্দ্রদিন, পূর্বপুরুষ সব হিসাবেই ফাঁকি ,
সাবিত্রীদির সাদা-কালোর ছবিতে চোখ রাখি।
নাটোর কাঁদে একাকী,
রাজা-রানীর সঙ্গে পাবে বনলতার দেখা কি?
ভুলো অতীত, কে বা’ কে
কে পাঠালো চালান করে পিয়ারলেসে’র সেবাকে?
এমন কোটি পরিবার
পথ নিয়েছে সরিবার ,
সুতোয় কাটা ঘুড়িগুলোর লাটাই ধুলো করি বার।
হালকা ছিলো মাঞ্জা,
সেতুবন্ধের বদলে তাই সবাই লড়ি পাঞ্জা।
রাজনীতিতে দম্কা হাওয়া আকাশ চিরে ফাটায়
উড়্ প্রতিভার ঘুড়িগুলোর নাড়ীর সুতো কাটায়!
পাঁচ জীবনের জলছবিতে দিলাম অনেক, নিয়েছো
চাপড়িয়ে বুক কাঁদছে এপার, বদল কি ধন দিয়েছো?
# ঈষৎ পরিবর্তিত / ছন্দ: স্বরবৃত্ত